নিজস্ব সংবাদদাতা : মানসম্মত শিক্ষায় শিখন-শেখানোর গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিখন-শেখানোর দক্ষতার উন্নয়ন ঘটাতে ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আয়োজনে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ১৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার রিসোর্স সেন্টারে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল গফুর, আইয়ুব আলী, সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ মানসম্মত শিক্ষা উন্নয়নের পাশাপাশি মানব কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন প্রশংসার দাবী রাখে। তিনি সিডস কর্মসূচির মাধ্যমে অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাজ করার আহ্বান জানান। সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে। নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।
Related Posts
অগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর অয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত
- AJ Desk
- July 3, 2024
নিজস্ব সংবাদদাতা : অগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি-২০২৪ উপলক্ষ্যে […]
জামালপুরে ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবক আটক
- AJ Desk
- March 25, 2024
আসমাউল আসিফ : জামালপুরে ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। গতকাল […]
শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে
- AJ Desk
- March 16, 2024
লিয়াকত হোসাইন লায়ন : ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]