ওসমান হারুনী : ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ মহান গণহত্য দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।