Sunday, June 11, 2023
Homeজামালপুরইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের কল্যাণে দেশের মানুষ আজ অনেক সচেতন। ইন্টারনেটের মাধ্যমে দেশের সকল তথ্যই জনগণ জানতে পারে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আওয়ামী সরকারের আমলেই হয়েছে। আর দেশের উন্নয়নে যারা কাজ করে আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দিবে।

বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর সকাল বাজারে চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ভক্ত মোল্লার সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুল লতিফ সরকার, চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার,পার্শ্ববর্তী চরপুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ মিঞা, সহ সভাপতি ইউসুফ আলীসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments