Thursday, July 25, 2024
Homeজামালপুরইসলামপুর উপজেলা সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা

ইসলামপুর উপজেলা সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সুধীজনদের সাথে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৫জানুয়ারী ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র বক্তব্যে সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের ইশতেহার সম্পর্কে আপনারা জেনেছেন। সে ভাবে তা’ পালন করতে হবে। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল দুর্নীতি জিরো টলারেন্স রাখতে হবে। যার যা দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। কোন দপ্তরের শূন্য পদ থাকলে সেটা আমাকে জানাবেন। প্রত্যেক দপ্তরের কি সমস্যা রয়েছে তা’আমাকে জানাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায়,বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, প্রাণী সম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুনাহার, পল্লী বিদ্যুত সমিতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলীবদী খান সুজন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলাপুর উপজেলা শাখার ম্যানেজার উদয় রায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ সুধীজনরা এসময় উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments