Friday, September 29, 2023
Homeজামালপুরইসলামপুর চরপুটিমারি ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ইসলামপুর চরপুটিমারি ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ওসমান হারুনী : জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন চরপুটিমারি ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন সোহেলের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভুমি অফিসে কাজ হাসিল করে দেওয়ার কথা বলে সে সহ তার তৈরী সিন্ডিকেট দালাল বাহিনী দিয়ে অফিসে আগতদের কৌশলে হাত করে ভূমি অফিসটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।
অভিযোগে জানা যায়, সে দালাল সিন্ডিকেট তৈরী করে মন-গড়া ভাবে অফিস করে। যা অফিসের হাজিরা খাতায় প্রমাণ রয়েছে। ওই অফিসের
সহকারী ভূমি কর্মকর্তাকে অফিসে কাজে সহায়তা করার সুযোগ নিয়ে টাকা ছাড়া ফাইল নড়ে না, নামজারি করা হয়না, পরচা দেখানো বা দেয়া হয় না এমন ঘটনার সাথে জড়িত হয়ে পড়েছে চরপুটিমারি ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন সোহেল।
ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে সরকারি নির্ধারিত ফি নির্ধারন থাকা সত্বেও এই ভূমি অফিসের পিয়ন সহকারী সোহেল মিয়া যেনো ঘুষ বাণিজ্যে মুখর। ফলে ভূমি অফিসে গ্রাহক ভোগান্তি চরম আকার ধারন করেছে। এব্যাপারে বিক্ষুব্দ সেবা গ্রহিতা এলাকাবাসী পিয়ন সোহেল মিয়ার অপসারণ দাবী জানিয়েছেন। জানা যায়, চরপুটিমারি ইউনিয়ন ভুমি অফিসের বিভিন্ন মৌজার জমির নামজারি, বাজার ইজারা ফাইল’র কাজের দায়িত্ব পালন করে উক্ত ইউপি ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম । তাকে সহায়তা করছেন অফিস পিয়ন সোহেল মিয়া। এছাড়া ভুমি অফিসে খাজনা প্রদান, পর্চা উত্তোলনসহ জমি সংক্রান্ত নানা তথ্য প্রদান করা হয় এ অফিস থেকে। উল্লেখিত এই ইউনিয়নের গুরুত্বপুর্ণ মৌজায় অর্থনৈতিক অঞ্চল হওয়ায় সরকার প্রদত্ত ক্ষতিপুরণের টাকা উত্তোলন করতে জমা খারিজ ও খাজনা রশিদ বাধ্যতামূলক প্রয়োজন। তাই জমা খারিজ করতে উক্ত মৌজার লোকজন প্রয়োজনীয় কাজ করতে ভূমি অফিসে আসেন প্রতিনিয়ত। কিন্তু এসব কাজ করতে আসা মানুষের সেবার পথে আটকিয়ে কাগজ পত্র নিয়ে ভুলত্রুটি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া তার নেশায় পরিণত হয়েছে।
জানা যায় পিয়ন সোহেল অফিসের কথা বলে পরচা প্রতি একশত/দুইশত টাকা আদায় করছেন। নামজারি বাবদ ৫থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। আর বিবিধ নামজারি হলে তো কথাই নেই ১৫ থেকে ২০ হাজার টাকা তোলে দিতে হয় তাদের হাতে। অন্যথায় মাসের পর মাস গেলেও সঠিক কাগজপত্র থাকা সত্বেও নামজারি’র খবর নেই।
এব্যাপারে অভিযুক্ত সোহেল মিয়ার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে উক্ত ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, অফিসের পিয়ন সোহেল বিভিন্ন সময় আমার নাম ভাঙ্গিয়ে অনেকের কাছে টাকা নিয়েছেন, সে তার মন-গড়া ভাবে অফিসে আসা যাওয়া করে। তার অনিয়মের ব্যাপারে উপজেলা ভূমি অফিস বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments