ওসমান হারুনী : মাথার চুল না ছাটার অপরাধে দাখিল নির্বাচনী পরীক্ষার হলে শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে ১০শিক্ষার্থী। আহতদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেলে এখন কানের ব্যাথায় ভোগছে সে পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে জেলার ইসলামপুর উপজেলা গুঠাইল সিনিয়র আলিম মাদ্রাসা দাখিল নির্বাচনী পরীক্ষা চলার সময়। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে। গুঠাইল সিনিয়র আলিম মাদ্রাসা দাখিল নির্বাচনী পরীক্ষার্থীদের অভিযোগ, গত বুধবার সকালে তাদের ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল নির্বাচনী পরীক্ষা চলছিল। এসময় সময় অত্র মাদ্রার সহকারী শিক্ষক কক্ষ পরিদর্শক রায়হান কবীর মিঠু পরীক্ষার হলের পরীক্ষার্থীদের বেধড়ক বেত্রাঘাতে শুরু করেন। এই ঘটনায় ১০/১২ জন পরীক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তৎক্ষনাৎ জ্ঞান হারিয়ে ফেলেন শামসুদ্দিন নামে এক পরীক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা তার মাথায় পানি ঢাললে সে জ্ঞান ফিরে পায়। এখনও সে বাম কানে ব্যাথা অনুভব করছে। যার কারণে আহত শিক্ষার্থীর পরীক্ষা ও লেখা পড়ার ক্ষতি হওয়ার সব্ভাবনা রয়েছে বলে আহত শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর অভিযোগ দিয়েছে। গুরুতর আহত শামসুদ্দিন কানের সমস্যা ও ব্যাথা নিয়ে বৃহস্পতিবার নির্বাচনী পরীক্ষা অংশ দিয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক ঘটনার পরদিন বৃহস্পতিবার সে ছাত্র ও অভিভাবকদের ক্ষোভ থেকে বাচতে ছুটি না নিয়েই মাদ্রাসায় অনুপস্থিত ছিল। মুঠোফোন বন্ধ ছিল। ফলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ইতিপূর্বেও ওই শিক্ষক মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কারণ অকারণে খারাপ ব্যবহার,বেত্রাঘাত ও মারধরের অভিযোগে একাধিকবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি অধ্যক্ষের নিকট শোকজের কোন জবাব দেননি বলে জানিয়েছেন মাদ্রাসাটির অধ্যক্ষ ইউসুফ আলী। এব্যাপারে গুঠাইল সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলী জানান, পরীক্ষা হলে শিক্ষার্থীদের মারধরের ঘটনার বিচার চেয়ে দাখিল পরীক্ষার্থীরা আমার নিকট একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হার নেওয়ার জন্য প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। প্রশাসন একটি তদন্তটিম গঠন করেছেন। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান,যে কারণেই হোক শিক্ষার্থীদের উপর বেত্রাঘাত নিষিদ্ধ। অধ্যক্ষ বিষয়টি অবহিত করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts
জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
- AJ Desk
- October 7, 2024
আসমাউল আসিফ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত […]
মাদারগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- November 14, 2024
মাদারগঞ্জ সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও […]
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ
- AJ Desk
- June 24, 2024
আসমাউল আসিফ : জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় […]