নিজস্ব প্রতিনিধি ; জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে উপর হামলা ঘটনার অভিযোগে মামলার এজহারভুক্ত দুই আসামীকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা ভাটিপাড়া গ্রামে রহিম খান ওরফে লক্ষীর সাথে একই এলাকার প্রতিবেশী মরহুম দুলাল খানের পরিবার লাকী বেগম (৪৫) এর সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯ডিসেম্বর সকালে আঃ রহিম খান ওরফে লক্ষী তাদের বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় টয়লেট নির্মাণ কাজ করা সময় বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড ও লাঠিশোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্হলে অনধিকার প্রবেশ করে আক্রমন করে। এই সময় বিবাদীদের আক্রমনে আঃ রহিম খান ওরফে লক্ষী মাথায় গুরুতর আঘাত আহত হন। আহত লক্ষীর ডাক চিৎকারে সাক্ষীসহ বাড়ীর আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে বিবাদীরা সুযোগ পেলে মাইরপিট করে খুন জখম করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন আঃ রহিম খান ওরফে লক্ষীকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মাথার আঘাত গুরুতর হওয়ায় ৫/৬দিন চিকিৎসা পরে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত ডাক্তার। বর্তমান আঃ রহিম খান ওরফে লক্ষী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে এব্যাপারে ভুক্তভোগী আঃ রহিম খান ওরফে লক্ষীর মেয়ে আঁখি আক্তার (৩২) বাদী হয়ে নাজমুল খান (২৫) ও তার মা লাকী বেগম (৪৫)কে আসামী করে ইসলামপুর থানায় একটি এজহার দায়ের করে। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের নির্দেশে মামলাটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই শরিফ উদ্দিন ঘটনা তদন্ত সাপেক্ষ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মামলার আসামী লাভলী বেগম(৪৫) ও তার ছেলে নাজমুল(৩০) গ্রেফতার করে। এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, এজহারটি আমলে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related Posts
বকশীগঞ্জে হলদে বরণে সেজেছে ফসলের মাঠ, কমেছে সরিষার চাষ!
- AJ Desk
- January 16, 2025
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ফসলের মাঠ যেন হলদে বরণে সেজেছে। প্রকৃতিতে অপরূপ […]
জামালপুরে বিনামূলে স্বাস্থ্য সেবা দিয়েছে সবুজ সেনা সংগঠন
- AJ Desk
- December 10, 2024
শামীম আলম : জামালপুর সদর উপজেলা বারুয়ামারী ছোলেমা আহমদ বালিকা বিদ্যালয়ে গরীর , অসহায়দের বিনা […]
তীব্র নদী ভাঙন, হুমকির মুখে বাড়ীঘর ও সানন্দবাড়ী সেতু
- AJ Desk
- July 15, 2024
রশীদুল আলম শিকদার ; জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে জিঞ্জিরাম […]