Tuesday, March 21, 2023
Homeজামালপুরইসলামপুর পৌরসভায় নগরজলবায়ূ সহিঞ্চু অবকাঠামো প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই অনুষ্ঠিত

ইসলামপুর পৌরসভায় নগরজলবায়ূ সহিঞ্চু অবকাঠামো প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর পৌরসভায় নগরজলবায়ূ সহিঞ্চু অবকাঠামো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের ৮নং ওয়ার্ডে নগরজলবায়ূ সহিঞ্চু অবকাঠামো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই লক্ষে আলোচনা সভায় প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার আসমা আক্তার আলম, আ: খালেক, ইসলামপুর পৌর সভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, ইসলামপুর পৌর সভার কার্যসহকারী বুলবুল আহমেদ ও জুলফিকার আলী ভুট্রুসহ স্থানীয় অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা নগরজলবায়ূ সহিঞ্চু অবকাঠামো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই লক্ষে শহরের ৮নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণ ও খাল খননসহ মানবসম্পদ উন্নয়নে বিস্তর আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments