ওসমান হারুনী:
সদ্য এমপিও ভুক্ত জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী নান্দেকুড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের বেহাল অবস্থা বিরাজ করছে। গত ২৬জুলাই মঙ্গলবার প্রতিষ্ঠান চলাকালীন সময়ে সরেজমিনে প্রতিষ্ঠানটিতে দেখা গেছে একটি ঠিকারি প্রতিষ্ঠান মাঠের ভিতরে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী রেখে দিয়ে কাজ করছে। ধুয়া আছন্ন বিদ্যালয়টিতে কোন শিক্ষক ও শিক্ষার্থী থাকা বড় দায়। দেখা যায় প্রতিষ্ঠানটিতে শুধু পতাকা উড়ছে। কোন শিক্ষার্থী নেই বিদ্যালয়টিতে। জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ ৬জন শিক্ষক রয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে কক্ষে কাজ করতে দেখা যায় নুরুজ্জামান ও তাহেরা খাতুন নামে দুইজন শিক্ষক। তারা জানান প্রধান শিক্ষক ইসলামপুর শহরে গেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক শহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাঠে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী রাখায় ছাত্ররা কেউ বিদ্যালয়ে আসেনা। দুইদিন বিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মামুনুর রশিদ জানান, বিদ্যালয়টিতে শিক্ষার মান ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।