ইসলামপুর সদর ইউনিয়ন ভূমি সেবা সপ্তাহ পালন

ইসলামপুর সংবাদদাতা : স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামপুর সদর ইউনিয়নে ভূমি অফিসে চালু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
গত সোমবার ১০জুন ইসলামপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। ইসলামপুর সদর ইউপি মেম্বার রফিকুল ইসলাম রসূলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার সামিউল হক, ইসলামপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সভাপতি ফজলুল হক, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে। আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ, সরকারের পাশাপাশি জন সাধারণের সহযোগিতার বিকল্প নাই। স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।