Thursday, June 8, 2023
Homeজামালপুরইসলামিক ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা: গত ১ জানুয়ারি রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামপুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: ফরিদুল হক খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার, মু: তানভীর হাসান রুমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক, আলহাজ¦ এডভোকেট মো: আব্দুস সালাম, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আলহাজ¦ মোঃ আব্দুল খালেক আখন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলহাজ¦ মো: আবদুর রাজজাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো: মাজহারুল ইসলাম। প্রধান অতিথি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের সকল মসজিদে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষা বছরের বই বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments