ওসমান হারুনী:
জামালপুরে ইসলামিক রিলিফের বন্যার পুর্বাভাস পূর্ব পদক্ষেপ ও প্রস্তুতি মূলক কাজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, দাতা সংস্থা ইকো এর অর্থায়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক সুফল প্রকল্পের আওতায় বন্যা কবলিত মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরি, কুলকান্দি, নোয়ারপাড়া ও চিনাডুলীসহ ৪টি ইউনিয়নে বন্যার পূর্ভাবাস ভিত্তিক পূর্ব পদক্ষেপ ও প্রস্তুতি মূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই প্রকল্পের মাধ্যমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বন্যা পুর্বাভাস ভিত্তিক পুর্ব প্রদক্ষেপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি জামালপুর লুইছ ভিলেজ রির্সোট এন্ড পার্ক কনফারেন্স কক্ষে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তার নায়েব আলীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুল নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম, কেয়ার বাংলাদেশ, সুফল, কনসোর্টিয়াম ম্যানেজার সুমাইয়া কবীর, প্রশিক্ষণের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ন্যাশনাল কনসালটেন্ট সাবেক মহাপরিচালক আব্দুল ওয়াজেদ।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশনাল কনসালটেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা রেজাউল করিম। উক্ত প্রশিক্ষণে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরীসহ জেলা প্রণি সম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়। এছাড়াও দুইদিন ব্যাপি প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামিক রিলিফ বাংলাদেশের মাঠ পর্যায়ের সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী, খান মোহাম্মদ আবুল মোসা হাফিজ খান মজরিশ ও রোকসানা খাতুন। কর্মশালা সঞ্চালনায় ছিলেন, সুফল প্রজেক্ট ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শুশান্ত চন্দ্র দে রায়। কর্মশালায় বক্তারা বলেন, বন্যা পরিস্থিত দুর্যোগ মোকাবেলায় সুফল প্রকল্প কর্তৃক ভয়েস ম্যাসেজের মাধ্যমে বন্যার পুর্বাভাস ও সতর্কী করণ বার্তা খুবই কার্যকরী ভুমিকা পালন করেছে। এছাড়াও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে শেড নির্মাণ,বাশেঁর সেতু নির্মাণ করে মানুষ ও গবাদী পশুর জন্য যে ব্যবস্থা করেছে তা নিসন্দেহে প্রশংসনীয়।