Monday, June 24, 2024
Homeজাতীয়ইসিতে পঞ্চম দিনে দুপুর পর্যন্ত আপিল শুনানি হলো ৬০টি

ইসিতে পঞ্চম দিনে দুপুর পর্যন্ত আপিল শুনানি হলো ৬০টি

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি পঞ্চম দিনের মতো চলছে। পঞ্চম দিনের দুপুর পর্যন্ত ৫৯টি শুনানি শেষে রায় হয়েছে। এছাড়া, গতকালের পেন্ডিং থাকা একটি শুনানির রায় ঘোষণা হয়েছে। এতে করে আজ দুপুর পর্যন্ত সব মিলিয়ে শুনানি হয়েছে ৬০টি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট ২) সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল শুনানির এই কার্যক্রম শুরু হয়।

আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল শুনানিতে মঞ্জুর হয়েছে ২৮টি আবেদন, আর না মঞ্জুর হয়েছে ৩০টি। শুনানিতে অনুপস্থিত ছিলেন একজন প্রার্থী। আর পেন্ডিং রয়েছে একটি। এছাড়া গতকালের ৩৩১টিসহ আজ অর্ধবেলা পর্যন্ত ৪৫৯টি শুনানি সম্পন্ন হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে জমা পড়েছিল ৫৬১টি আপিল। শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত শুনানি করে আপিলগুলো নিষ্পত্তি করবে ইসি।

Most Popular

Recent Comments