Wednesday, March 29, 2023
Homeঅপরাধঈদের দিন ঘরে মিললো নারীর ঝুলন্ত মরদেহ

ঈদের দিন ঘরে মিললো নারীর ঝুলন্ত মরদেহ

ঈদের দিন সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ ঘর থেকে ফুলজান বিবি (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফুলজান বিবি উপজেলার রাজিবপুর ইউনিয়নের উত্তর মমরেজপুর এলাকার মনু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন বিকেলে পরিবারের কোনো সদস্য ঘরে ছিল না। সে সময় ফুলজান ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন। পরিবারের লোকজন ঘরে এসে ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, রোববার সন্ধ্যার পর মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments