Thursday, December 1, 2022
Homeখেলাধুলাউইন্ডিজে সিরিজ জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

উইন্ডিজে সিরিজ জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

এর আগে উইন্ডিজে বাংলাদেশ দল সবশেষ সফর করেছিল ২০১৮ সালে। তখন এবারের মতোই দুই ম্যাচ টেস্ট সিরিজ হার দিয়ে সফর শুরু হয়েছিল। তবে এরপর টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল সফরকারীরা। এবার আবারো সাদা পোশাকে ভরাডুবির পর সেই স্মৃতি ফেরানোর প্রত্যয় বাংলাদেশ দলের সামনে। সুযোগ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জেতার।

ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকের সাদা বলের লড়াই শুরু হবে কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে। ২ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ডোমেনিকায় মুখোমুখি হবে দুই দল। এই সিরিজে মাঠে নামার আগে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘দল হিসেবে আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’


টেস্টে ০-২ ব্যবধানে হার টি-টোয়েন্টি দলে প্রভাব ফেলবে না বলে মনে করছেন মাহমুদউল্লাহ, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচের ভেন্যু ডোমিনিকায় আগে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি ম্যাচই জিতেছিল টাইগাররা। সেই স্মৃতি এখনো টাটকা হলেও সেখান থেকে কিছু নেওয়ার নেই বলে সিরিজ শুরুর আগে শুক্রবার সংবাদমাধ্যমকে জানালেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বলেন, ‘আজকে আমি আর সাকিব বাসে আসার সময় ওই সময়কার কথাগুলো বলছিলাম। আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (অতীত রেকর্ড) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসাথে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments