নিজস্ব সংবাদদাতা : ‘মিলনের বন্ধনে নতুনের সন্ধানে বিজয়ের গান মোরা গাইবোই, মানুষের আহবানে জীবনের জয়গানে আশার প্রদীপ মোরা জ্বালবোই’ এমন দীপ্ত অঙ্গীকারের সুর তুলে বৃহস্পতিবার জামালপুরে উন্নয়ন সংঘের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সহসভাপতি আইনজীবী শামীম আরা, সাধারণ সম্পাদক সাবেরা হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ সাজেদা পারভীন, নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা, পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, কনসালটেন্ট ফাহাদ বিন হুদা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংস্থার পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে সকাল ১০টার মধ্যেই সংস্থার বিভিন্ন প্রকল্প, কর্মসূচি থেকে কর্মীরা চলে আসে। দিনভর নানা অনুষ্ঠানে মূখর হয়ে উঠে সংস্থার সবুজ চত্বর। নিজেরাই গান, নৃত্য, আবৃত্তি, কৌতুক পরিবেশন করে মাতিয়ে তুলে অনুষ্ঠান প্রাঙ্গন। নানা ধরণের ক্রীড়ায় অংশ নিয়ে ভিন্নমাত্রায় আনন্দ উপভোগ করে সবাই। লটারীতে পুরস্কৃত হয় শতাধীক কর্মী। সমাবেশ হয়ে উঠে প্রাণের মিলন মেলা। শুরুতেই সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম সামছুল হুদার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকলের আলোচনায় উঠে আসে সমাছুল হুদার সূদীর্ঘ কর্মজীবন এবং উন্নয়ন সংঘের সমৃদ্ধিতে তাঁর অনন্য ভূমিকার কথা। সমাবেশে আগামীদিনে উন্নয়ন সংঘের কাজের পরিধি সম্প্রসারণ এবং দক্ষ কর্মী ও জনশক্তি এবং কর্মসংস্থান তৈরিতে পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
Related Posts
এক সময়ের উত্তাল ব্রহ্মপুত্র এখন পানি শূন্য ॥ বুক জুড়ে ফসলের সমারোহ
- AJ Desk
- March 16, 2024
খাদেমুল ইসলাম : এক সময়ের জামালপুরের দেওয়ানগঞ্জের বুক চিড়ে বয়ে যাওয়া ¯্রােতস্বীনি ব্রহ্মপুত্র নদ এখন […]
মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন
- AJ Desk
- February 23, 2024
নিজস্ব প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে […]
দেওয়ানগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- AJ Desk
- November 7, 2024
রশীদুল আলম শিকদার :জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম, নয়ন মিয়া ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা […]