নিজস্ব সংবাদদাতা : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেবার আহবান জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে জেল খাটছেন, আর তার পুত্র তারেক রহমান ক্ষমতায় থাকাকালে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি গতকাল সোমবার জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক আখতার হোসেন ইকরামুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েলসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।