আ.জা. আন্তর্জাতিক:
উবার ইটসে খাবারের পাশাপাশি অর্ডার করা যাবে গাজাও। আর সেটা বাসায় নয়, ডেলিভারি দেওয়া হবে কাছের কোনো স্টোরে। সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ক্রেতা। কানাডায় এমনই সুযোগ দিয়েছে উবার ইটস। বিষয়টি নিশ্চিত করেছেন উবার ইটস কানাডার যোগাযোগ শাখার প্রধান মেগান ক্যাসারলি। খবর বিবিসি ও ইন্ডিপেন্ডেন্টের। তারা গাজার খুচরা বিক্রেতার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সেবা চালু করেছে। অন্টারিওতে ‘টোকিও স্মোক’ নামে একটি খুরচা গাজা বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে এমন চুক্তি করেছে উবার ইটস। ক্রেতারা টোকিও স্মোক থেকে উবার ইটসের মাধ্যমে গাজা অর্ডার করতে পারবেন। আর সেটা গ্রহণ করতে পারবেন টোকিও স্মোকের নিকটতম স্টোর থেকে। এটার জন্য উবার ইটস একটি ডেডিকেটেড অপশনও চালু করেছে। সেখান থেকে গাজা কিংবা টোকিও স্মোক সার্চ করে অর্ডার প্লেস করা যাবে। সেখানে নিকটবর্তী গাজার দোকান অর্থাৎ টোকিও স্মোকের অপশন দেখাবে। সেটাকে ক্লিক করে অর্ডার করার এক ঘণ্টার মধ্যে সংগ্রহ করা যাবে গাজা।তবে এই সেবা কানাডার অন্যান্য প্রদেশেও চালু করার আপাতত কোনো পরিকল্পনা নেই উবার ইটসের। এমনটাই জানিয়েছেন মেগান ক্যাসারলি। কানাডা ২০১৮ সালে সেখানে বিনোদনমূলক গাজা বিক্রির অনুমোদন দিয়েছে। ধারনা করা হচ্ছে চলতি বছর অর্থাৎ ২০২১ সালে সেখানে ৪ বিলিয়ন ডলারের গাজা বিক্রি হবে। শুধু কানাডা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেরও ১৪টি প্রদেশে বিনোদনমূলক গাজা বিক্রি বৈধ।