Friday, September 29, 2023
Homeজামালপুরউমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

এসো মিলি প্রাণে প্রাণে বন্ধুত্বের বন্ধনে’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পরের দিন ২৩ এপ্রিল উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ব্যাচ ৮৯ এ পুনর্মিলনীর আয়োজন করে।

পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে ব্যাচ ৮৯। সকালে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, গীতা ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুরে রিকশা যোগে আনন্দ র‌্যালি করে ব্যাচ ৮৯। র‌্যালিটি উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা, স্মৃতি চারন, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র ও সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচ ৮৯ এর পুনর্মিলন ২০২৩।

আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক রওশন আরা পান্না’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, রুপালী ব্যাংকের ডিজিএম আব্দুল কাদের জিলানী, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, নাংলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মাফল প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক এ এফ এম রওশন আলম পান্না, যুগ্ম-আহ্বায়ক সুবোধ চন্দ্র অধিকারী, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, এবিএম রইচ আলম চৌধুরী, সদস্য শাহিনুর ইসলাম, মাসুদুল করিম, হেলাল উদ্দিন, হারুনুর রশীদ খান, এসএম জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, খাতুনে জান্নাত মনি, ডা. জহুরুল হক, প্রাণ কুমার সাহা, নাছিমা বেগম।

দীর্ঘদিন পর সহপাঠীদের মধ্যে সাক্ষাত হওয়ায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে সবাই কিছুক্ষণের জন্য ছাত্রজীবনের মধুময় জীবনে ফিরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments