Monday, February 26, 2024
Homeজামালপুরউৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর...

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব

সাদিক মাহমুদ অর্প : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুর শহরের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব। গতকাল শনিবার ২ ডিসেম্বর সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল পাশার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের পিটিএ সভাপতি শামসুজ্জামান বিপুল ও বানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ জহির উদ্দিন মামুন, মোঃ সংগ্রাম আলী, মোঃ জহিরুল ইসলাম খোকা মোছাঃ স্বপ্না বেগম ও জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আক্ররাম হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাত্র/ছাত্রীদের অভিভাবক,এলাকার সূধীমহল,পুরাতন ছাত্র/ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সকলেই সম্মিলিত ভাবে শহরে একটি শুভযাত্রা বের করেন। শুভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

Most Popular

Recent Comments