বর্তমানে বলিউডে বেশ পরিচিত মুখ অভিনেতা বিজয় ভার্মা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দাহাড়’ দিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের গালগালিচায় হাঁটছেন তিনি। তবে এক দশক আগের প্রথমবারের কান স্মৃতি মনে করে ক্ষোভ ঝরে পড়ল এই অভিনেতার কণ্ঠে। জানালেন, অপরিচিত বলে তখন তার পোশাক বানাতে রাজি হননি কোনো পোশাকশিল্পী।
দশ বছর আগেকার কথা। ২০১৩ সালে কান-এ গিয়েছিলেন অভিনেতা, তার ছবি ‘মনসুন শুটআউট’ নিয়ে। রেড কার্পেটে হাঁটবেন, এদিকে বিজয়ের কোনো ধারণাই ছিল না সাজপোশাক নিয়ে। অনুষ্ঠানের মূল পর্বে কী পোশাক পরবেন তিনি? মাথায় হাত পড়েছিল অভিনেতার।
তখন পরিচিত মুখ নন বিজয়। তাই তার পোশাক ভাবনায় আগ্রহী হননি কোনো পোশাকশিল্পী। বিজয় জানান, অনুষ্ঠানের প্রথম দিনের জন্য পরিচিত ব্র্যান্ডের একটি জ্যাকেট নিয়ে যান। সেই সময় ওইটুকুই সামর্থ্য ছিল তার। অনুষ্ঠানস্থলে আয়োজকেরা নির্দেশ দিয়েছিলেন, মূল দুটি অনুষ্ঠানে ফরমাল পোশাক পরতেই হবে বিজয়কে।
শেষমেশ একজন একটি কালো ট্যাক্সিডো ডিজাইন করে দেন অভিনেতার জন্য। মন্তব্য ভেসে এসেছিল, ‘মারওয়াড়ি জনি ডেপ লাগছে!’ সে যাত্রায় কান-সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন বিজয়।
এ বছর অনেকেই ভেবেছিলেন, এই প্রথম রেড কার্পেটে হাঁটবেন অভিনেতা। ভুল ভাঙিয়ে ‘ডার্লিংস’-এর নায়ক লেখেন, “এটা প্রথমবার নয়, ২০১৩ সালে ‘মনসুন শুটআউট’ নিয়ে কান-এ গিয়েছিলাম। এক দশক পরে আবার যাচ্ছি।”
উল্লেখ্য, বিজয়কে এরপর দেখা যাবে ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ ছবিতে। এতে তার সহ-অভিনেত্রী হিসেবে আছেন কারিনা কাপুর খান।