Thursday, March 23, 2023
Homeআইটিএকবার চার্জ দিয়ে ১৮ ঘণ্টা মুভি দেখার সুবিধা

একবার চার্জ দিয়ে ১৮ ঘণ্টা মুভি দেখার সুবিধা

স্মার্টফোনে ফুল চার্জ নিয়ে অনলাইনে মুভি দেখছেন। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে নিরবচ্ছিন্নভাবে মুভি দেখতে পারবেন। ওয়াই ০১ স্মার্টফোনে এমন সুবিধা পাওয়া যাবে বলে দাবি করেছে ভিভো।

এক বিজ্ঞপ্তিতে ভিভো জানিয়েছে, ৫০০০ এমএইচ ব্যাটারির এই ডিভাইসে ফুল চার্জ থাকলে প্রায় ৮ ঘণ্টা ধরে গেমও খেলা যাবে। এই ফোনের রিভার্স চার্জিং প্রযুক্তির সাহায্যে আপনি অন্যান্য ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন।

এর ৬.৫১ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লেতে থাকছে এইচডি প্লাস (১৬০০+৭২০) রেজ্যুলেশন। ৮.২৮ মিলিমিটারের সরু বডির ওয়াই ০১ এর স্টাইলিশ থ্রি ডি ব্যাক কভার।


ভিভো এই স্মার্টফোনে নিয়ে এসেছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফানটাচ অপারেটিং সিস্টেম ১১.১ এর ইন্টারফেসকে আরও সাবলীল ও ব্যবহারোপযোগী করে তুলবে।

২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের এই স্মার্টফোনের দাম ৯ হাজার ৯৯০ টাকা। ভিভো ওয়াই ০১ পাওয়া যাচ্ছে অনুমোদিত বিক্রয় কেন্দ্র এবং ই-ষ্টোর শপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments