Tuesday, November 30, 2021
Home বিনোদন একসঙ্গে সিনেমায় শাহরুখ-সালমান-আমির

একসঙ্গে সিনেমায় শাহরুখ-সালমান-আমির

আ.জা. বিনোদন:

বলিউডের খান ত্রয়ী শাহরুখ, সালমান ও আমির খান। এই তিন তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে অনেক দিন ধরেই দর্শকরা অপেক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে এবার একই সিনেমায় তাদের দেখা যাবে। আমিরের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এতে অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। ইতোমধ্যে শুটিংও শেষ করেছেন। শোনা যাচ্ছে, সিনেমাটিতে সালমান খানও অভিনয় করবেন। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার রাজ চরিত্রে হাজির হবেন শাহরুখ। আইপিল-এর জন্য দুবাই যাওয়ার আগেই তার অংশের শুটিং শেষ করেছেন। সিনেমায় দেখা যাবে, শাহরুখের সিনেমার সেটে ঢুকে গেছেন আমির। অন্যদিকে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে সালমানের সঙ্গে কথা বলেছেন আমির। এই অভিনেতাকে তার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার আইকনিক ‘প্রেম’ চরিত্রে দেখা যাবে। শাহরুখ-সালমান ছাড়াও দক্ষিণের তারকা অভিরেতা বিজয় সেতুপাতি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করছেন। এতে আমির খানের বন্ধুর চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমাটিতে নায়িকা চরিত্রে আছেন কারিনা কাপুর। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এদিকে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এতে অতিথি চরিত্রে সালমান অভিনয় করবেন বলে গুঞ্জন চাউর হয়েছে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির টাইগার চরিত্রে দেখা যাবে ‘দাবাং’ অভিনেতাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো এয়ারবাসের অবতরণ

আ.জা. আন্তর্জাতিক: প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় অবতরণ করেছে একটি এয়ারবাস। অ-৩৪০ মডেলের এই বিশালাকার উড়োজাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে...

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু

আ.জা. আন্তর্জাতিক: ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার...

মন্ত্রী নাকি রকস্টার?

আ.জা. বিনোদন: সাজু খাদেম মঞ্চে ডা. মুরাদ হাসানকে নিয়ে বিশেষণ ব্যবহার করলেন খানিকক্ষণ, কেননা এখন প্রতিমন্ত্রী বক্তব্য দেবেন...

সেন্সরে জমা পড়ল ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’

আ.জা. বিনোদন: ক্যারিয়ারের প্রথম দুটি চলচিত্রই মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। শায়লা রহমান তিথির প্রযোজনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক চলচিত্র...

Recent Comments