সীমান্ত দাস : জে সি দেব। এই নামেই তাঁকে চেনেন বিশ্বের দর্শন শাস্ত্রের চিন্তাবিদেরা। পুরো নাম ড. গোবিন্দ চন্দ্র দেব। মানবকল্যাণে, সত্য সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠায় এবং অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন প্রচারের জন্য খ্যাত ছিলেন এই শিক্ষক। চিরকুমার গোবিন্দচন্দ্র দেব তাঁর সমস্ত সম্পত্তি ও অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেন। পেয়েছেন ‘স্বাধীনতা পুরস্কার’ (মরণোত্তর), ‘‘একুশে পদক’ (মরণোত্তর), স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ‘কোলকাতা বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক। ’’ পূর্ব বঙ্গের সুশীল সমাজ তাঁকে ‘দর্শন সাগর’ উপাধিতে ভূষিত করে।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের কুখ্যাত অপারেশন সার্চলাইট শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালায়। জগন্নাথ হল আক্রান্ত হলে ছাত্রদের বাঁচাতে বেরিয়ে আসেন জে সি দেব। ভেবেছিলেন তাঁকে দেখে হয়তো পাকিস্তানী মিলিটারি থমকে যাবে, ছাত্ররা পালাতে পারবে। কিন্তু, পাক হানাদার বাহিনী নৃশংস ভাবে হত্যা করে তাঁকে। আরও অগনিত ছাত্রের সঙ্গে পুঁতে রাখে হল প্রাঙ্গনের মাটিতে। শ্রদ্ধাঞ্জলি এই মহান শিক্ষকের প্রতি।