নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এখন সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার। অন্তরবর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেছেন, পতিত ও খুনি আওয়ামী লীগের সরকারের আমলে যে হত্যা,গুম হয়েছে এখন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা ইসলামকে জঙ্গি বলেছ, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের কোরআন হাদিস অনুয়ায়ী জীবন গড়তে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাই সামনে নির্বাচনে ইসলামপুর আসনে ড.ছামিউল হক ফারকীকে জয়ী করতে হবে। গত শনিবার বিকালে গুঠাইল বাজার কাচারী মাঠ প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর খন্দকার মাও:লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ বিভাগের পরিচালক ও সাংগঠনিক সম্পাদক ড.ছামিউল হক ফারুকী ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য সাবেক আমীরএডভোকেট নাজমুল হক সাঈদী।অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে জামালপুর জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক খলিলুর রহমান ও সেক্রেটারী এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আমজাদ হোসাইন ও সেক্রেটারী রাশেদুজ্জামান, পৌর শাখা জামায়াতে ইসলামী আমীর আবু মুছা, ইসলামপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
Related Posts
বকশীগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে নিজের অবস্থান জানান দিলেন এমপি নূর মোহাম্মদ
- AJ Desk
- February 4, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর আওয়ামী […]
মেলান্দহে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাজী দিদার পাশাকে ফুলেল শুভেচ্ছা
- AJ Desk
- June 3, 2024
আব্দুল হাই : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী […]
জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
- AJ Desk
- September 11, 2024
আসমাউল আসিফ : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও র্যালি করেছে […]