Tuesday, June 28, 2022
Homeবিনোদনএবার একসঙ্গে বলিউড বাদশাহ ও সুপারস্টার বিজয়

এবার একসঙ্গে বলিউড বাদশাহ ও সুপারস্টার বিজয়

আ.জা. বিনোদন:

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। নিজের জন্মদিন উপলক্ষে স¤প্রতি তার ৬৫তম সিনেমা ‘বিস্ট’- এর নাম ঘোষণা করেছেন। প্রকাশ হয়েছে ছবিটির প্রথম লুকের পোস্টারও। এখানে ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে কাজ করবেন বিজয়। এই অভিনেতাকে দেখা যাবে দুর্র্ধষ একজন এজেন্টের ভ‚মিকায়। এরইমধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিজয়ের ভক্তদের মধ্যে। তার ভিড়ে আরও আগ্রহ বাড়িয়ে দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শোনা যাচ্ছে, ‘বিস্ট’ সিনেমায় অভিনয় করবেন তিনিও। এমনই এক গুঞ্জন প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট। ভারতের চলচ্চিত্র বিশ্লেষক প্রশান্ত রঙ্গস্বামীর এক টুইটে এমন গুঞ্জনের আভাস মিলেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। বলা হচ্ছে, বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে, তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির নাম চ‚ড়ান্ত না হওয়া এক সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের যে জোর গুঞ্জন চলছে, সেই সিনেমায় থালাপতি বিজয়কেও দেখা যেতে পারে বলে খবর প্রকাশ হয়েছে। অ্যাটলির ওই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে থাকছেন দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। আর পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments