Friday, January 28, 2022
Home খেলাধুলা এবার টেস্টেও অধিনায়কত্ব পেলেন ডি কক

এবার টেস্টেও অধিনায়কত্ব পেলেন ডি কক

আ.জা. স্পোর্টস:

ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অধিনায়কত্ব পেলেন কুইন্টন ডি কক। আপাতত কেবল ২০২০-২১ মৌসুমের জন্য কিপার-ব্যাটসম্যানকে এই সংস্করণে নেতৃত্বে এনেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এদিনই ডি কককে লাল বলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে তারা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে এই সংস্করণে নেতৃত্বের অভিষেক হবে ডি ককের। গত ফেব্রুয়ারিতে ফাফ দু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে এই দায়িত্ব দেয়নি সিএসএ। পরে এপ্রিলে বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ বলেছিলেন, তিন সংস্করণে নেতৃত্বের চাপের কথা মাথায় রেখে ডি কককে টেস্ট অধিনায়ক ভাবছেন না তারা। কিন্তু আসছে মৌসুমে তুলনামূলক কম টেস্টের সূচির কথা ভেবে অবশেষে ডি কককেই এই দায়িত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। এই গ্রীষ্মে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান স্যারেল ইরউই, কিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইন ও মিডিয়াম পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান। কুঁচকির চোট পাওয়া কাগিসো রাবাদা ও ডুয়াইন প্রিটোরিয়াস আপাতত নেই দলে। তাদের অবস্থা পর্যালোচনা করে দলে যোগ করার সিদ্ধান্ত পরে নেবেন নির্বাচকরা। প্রচলিত ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ টেস্টের স্লটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দুটি খেলবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। ৩ থেকে ৭ জানুয়ারি জোহানেসবার্গে হবে পরেরটি। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গেøন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

দেওয়ানগঞ্জে মোবাইল কোর্টে বিভিন্ন মামলায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে এক অভিযান পরিচালনা করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার...

জামালপুরে সিডস প্রকল্পের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন(সিডস)’ প্রকল্পের আওতায় চাইল্ড ক্লাব শিক্ষকদের ৫ দিনব্যপী বুনিয়াদী...

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর পরিবার ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় পরিবার ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।...

রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মহিলা এমপি হোসনে আরা

ওসমান হারুনী: জামালপুর ও শেরপুর আসনের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের গায়ে কম্বল...

Recent Comments