আ. জা. আন্তর্জাতিক :
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।বৃহস্পতিবার জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিয়ংইয়ং। জাপান ও যুক্তরাষ্ট্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। যদিও জাপানের দাবি তাদের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্রের কোন ধ্বংসাবশেষ পড়েনি।এর আগে, সাপ্তাহিক ছুটির দিনে দেশটির পশ্চিম উপক‚লে উত্তর কোরিয়া স্বল্প পরিসরের দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করতে পেরেছে বলে একটি সূত্রের বরাতে জানায় ইয়োনহাপ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এটিকে বড় ধরনের উস্কানি বলে মনে করছে না বলে জানায় হোয়াইট হাউস। ঠিক এই ঘটনার একদিন পরেই এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে উত্তর কোরিয়াকে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক বাহিনীর কমান্ড বলেছেন, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচিটি তার প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের জন্য হুমকি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পরপরই বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে দেশটি।মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনার পরে পিয়ংইয়ং দুটি ক্রুজ এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। এমনকি বাইডেন প্রশাসন যখন উত্তর কোরিয়ার সাথে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, ঠিক এ সময় এমন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।