Friday, September 29, 2023
Homeআইটিএবার সিকিমেও পাওয়া যাবে জিও ফাইভজি

এবার সিকিমেও পাওয়া যাবে জিও ফাইভজি

দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের বিভিন্ন রাজ্যে ফাইভজি নেটওয়ার্ক উন্মুক্ত করছে টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। এবার বরফের রাজ্য সিকিমেও এই নেটওয়ার্ক পাওয়া যাবে।

রোববার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যে জিও ট্রু ফাইভজি পরিষেবা উন্মুক্ত করেন। এর মাধ্যমে সিকিমের প্রতিটি গ্রাম, গ্রাম পঞ্চায়েত ইউনিট এবং স্কুল উন্নত নেটওয়ার্ক পরিষেবা পাবে।

ভ্রমণপিপাসুরাও দ্রুতগতির নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে ৪০০টিরও বেশি শহরে পাওয়া যাচ্ছে জিও ৫জি পরিষেবা। 

এক বিবৃতিতে জিও জানিয়েছে, তারা সিকিমের গ্যাংটকে জিও ট্রু ফাইভজি পরিষেবা উন্মুক্ত করতে পেরে উচ্ছ্বসিত। খুব শিগগিরই রাজ্যের অন্য জায়গাতেও এই পরিষেবা পাওয়া যাবে। সিকিমের মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যেই জিওর নতুন নেটওয়ার্ক পৌঁছে গেছে বলে তাদের দাবি।

এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম বলেন, জিও খুব অল্প সময়ের মধ্যে নির্ভরযোগ্য নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী হিসেবে জায়গা করে নিয়েছে। ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে সিকিমের প্রতিটি জেলা সদর, শহর ও তহসিলে জিওর ফাইভজি পরিষেবা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments