Tuesday, March 21, 2023
Homeঅর্থনীতিএশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড পাচ্ছে ফরেইন ব্র্যান্ডস

এশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড পাচ্ছে ফরেইন ব্র্যান্ডস

ফ্যাশন অ্যাডভাইজার ডিজাইনার ‘বেস্ট ব্রাইডাল স্টোর’ হিসেবে এশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড পাচ্ছে জে কে ফরেইন ব্র্যান্ডস। সম্প্রতি ইউকে অ্যাওয়ার্ডিং ফার্ম থেকে এ ঘোষণা করা হয়েছে। আগামী মার্চে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিষয়টি জানিয়ে জেকে ফরেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক তিনি বলেন, এটি সত্যিই আমার প্রতিষ্ঠানের জন্য একটা বড় প্রাপ্তি। সংবাদটি শোনার পর বেশ ভালো লাগছে। সম্প্রতি ইউকে অ্যাওয়ার্ডিং ফার্ম থেকে এ ঘোষণা এসেছে। তারা এ-সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে। মার্চ মাসে আমাদের হাতে পুরস্কার তুলে দেবেন তারা।

এর আগে ফ্যাশন অ্যাডভাইজার-ডিজাইনার হিসেবে অনন্য ভূমিকা রাখায় ‘এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কার পান জেকে ফরেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক।

তার হাতে সম্মাননা তুলে দেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। গত বছর ভারতের মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিল পুরস্কার প্রদানের এই আসর।

আট বছর ধরে ফ্যাশন জগতে কাজ করছে জেকে ফরেন ব্র্যান্ড। খুব শিগগিরই দুবাই, নিউ ইয়র্কসহ বিশ্বের বেশকয়েকটি দেশে জেকে ফরেন ব্র্যান্ডের শো রুমের যাত্রা শুরু হবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল মৃত্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments