Sunday, October 1, 2023
Homeশিক্ষাএসএসসির কেন্দ্রে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু নয়

এসএসসির কেন্দ্রে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু নয়

প্রতিবছরের মতো আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। এদিন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।

অন্যদিকে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সে প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে, যেদিন এসএসসি পরীক্ষা নেই সেদিন ওইসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা যাবে।

বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। সূচিতে এসএসসি চলা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা ভেন্যু হিসেবে ব্যবহার না করতে বলেছে অধিদপ্তর।

শিক্ষা সপ্তাহের সূচি অনুযায়ী, ৬ ও ৭ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

গত ২৫ এপ্রিল অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলমান থাকবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচির মধ্যে যেদিন পরীক্ষা নেই সেদিন তার প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments