নিজস্ব সংবাদদাতা : গতকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে জেলা প্রশাসক এর সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, ইউএনও সদর লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান হিরু, ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠান সনচালনায় ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার।
বক্তারগণ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে (বর্তমানে মুজিব নগর) স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম কে উপ রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ কে প্রধানমন্ত্রী করে ১২ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়। সেদিনের সরকার গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের মাইলফলক রচিত হয়।