Friday, September 29, 2023
Homeজাতীয়ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি : কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ

ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি : কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমের ব্যবস্থাপনায় ঘাটতি পেয়েছে সরকার। এজন্য কার্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। 

এই কার্ড কীভাবে হবে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments