Tuesday, January 19, 2021
Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সাকিব ছন্দে ফিরবেন: তামিম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সাকিব ছন্দে ফিরবেন: তামিম

আ.জা. স্পোর্টস:

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। যদিও চেনা রূপে পাওয়া যায়নি তাকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য সাকিবের ফর্ম নিয়ে ভাবছেন না। তার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ছন্দে ফিরবেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে সাকিব করেছিলেন ১১০ রান। সমান ম্যাচে বল হাতে ৬ ইকোনোমিতে নিয়েছিলেন ৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরও সাকিবের ওপর আস্থা রাখছেন তামিম। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘সাকিবের একটি দারুণ ক্যারিয়ার রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সাকিব ছন্দে ফিরে আসবে। আমি সাকিবের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নই। শুধু আমি নই, অনেক ক্রিকেট ভক্তই বিশ্বাস করে সাকিব দ্রুতই ছন্দে ফিরবেন।’ করোনার কারণে প্রতিটি দলকেই জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে ম্যাচ খেলতে হচ্ছে। দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশের ক্রিকেটারদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। তামিমের মতে, বলয়ের ভেতর থেকে সেরা ক্রিকেট খেলাটা বেশ কঠিন, ‘এটা বিরক্তিকর কিনা তা নিশ্চিত নই। তবে এটি অবশ্যই আমাদের মানসিকতায় প্রভাব ফেলে।’ সেটা কীভাবে? তামিমের ব্যাখ্যা, ‘আপনি যখন পারফর্ম করতে পারছেন না, তখন সুরক্ষা বলয়ে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হয়ে ওঠে। সাধারণত একজন খেলোয়াড় যখন মাঠে ভালো সময় কাটাচ্ছেন না, তখন হোটেলে ফিরে আসার পর সেই খেলোয়াড়টি তার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করতে বের হয়। এটি একজনকে খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। তবে এখন হঠাৎ করে আপনি যখন পারফর্ম করছেন না তখন আপনি ঘরে ফিরে এসে এ নিয়ে ভাবতে থাকেন, এ ছাড়া আপনার করার মতো অন্য কোনও কিছু নেই। এটি বেশ চ্যালেঞ্জিং।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

জার্সিতে বাংলাদেশের নাম ভুলবশত বাদ পড়েছিল: বিসিবি

আ.জা. স্পোর্টস: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিজেদের বর্ণিল ভাবে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

তিন নাম্বার থেকে বাদ পরছেন সাকিব

আ.জা. স্পোর্টস: ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সাকিব আল হাসান কতটা দুর্দান্ত, তা গত বিশ্বকাপেই প্রমাণ করেছেন। ৮ ইনিংসে...

নিজের ওপর আস্থা আছে মেহেদীর

আ.জা. স্পোর্টস: টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে শেখ মেহেদী হাসানের। এখন অপেক্ষা ৫০ ওভারের ক্রিকেটের। অবশ্য...

খেলোয়াড়কে থাপ্পড় মেরে চার ম্যাচের জন্য নিষিদ্ধ মেসি!

আ.জা. স্পোর্টস: ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের...

Recent Comments