Sunday, May 28, 2023
Homeজাতীয়কক্সবাজারের ইয়াবা ঢাকায় বিক্রির সময় গ্রেপ্তার ২

কক্সবাজারের ইয়াবা ঢাকায় বিক্রির সময় গ্রেপ্তার ২

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. আক্কাছ আলী রানা ও মো.সাইফুল ইসলাম ওরফে মিন্টু। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয়ে।


বুধবার (৬ জুলাই) সকালে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে (৫ জুলাই) গোপন সংবাদ আসে যে একটি চক্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় এসেছে। তারা কারওয়ান বাজার এলাকায় এসব ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজারে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ রানা ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় খুচরা বিক্রি করতেন। তেজগাঁও থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই মামলায় রিমান্ড আবেদন করে গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments