Wednesday, March 29, 2023
Homeখেলাধুলাকক্সবাজারে প্রথমবারের মতো ওয়ালটন বীচ ডচ বল প্রতিযোগিতা

কক্সবাজারে প্রথমবারের মতো ওয়ালটন বীচ ডচ বল প্রতিযোগিতা

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে প্রথমবারের মতো বীচ ডজবল প্রতিযোগিতা। নারী ও পুরুষ উভয় দলের অংশগ্রহণে খেলাটি হবে। আগামী ১৭-১৮ জুন দুই দিন ব্যাপি কক্সবাজারের লাবণী পয়েন্টে এটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটির নাম ওয়ালটন ১ম জাতীয় বীচ ডজবল (নারী ও পুরুষ) প্রতিযোগিতা-২০২২।

শনিবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটির ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন এর সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগ থেকে সমান ৫টি করে দল অংশ নেবে। নারী বিভাগ থেকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ ডজবল ক্লাব, শেখ রাসেল ডজবল একাডেমী, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা। এই প্রত্যেকটি দলের পুরুষ বিভাগও অংশ নেবে টুর্নামেন্টে।

এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments