Friday, September 29, 2023
Homeজামালপুরকঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী মো. মামুনুর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

মামুনুর রশিদ জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাটিকামারী গ্রামের বাসিন্দা। দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বল বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্জেন্ট মামুনুর গত বছরের ১১ অক্টোবর কঙ্গোতে মনুসকো শান্তিরক্ষা মিশনে যোগদান করেন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১৩১ জন বাংলাদেশি সৈন্য মৃত্যুবরণ করেছেন ও ২৩২ জন সৈন্য আহত হয়েছেন।

শান্তিরক্ষা মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments