Friday, September 29, 2023
Homeবিনোদন‘কপিল শর্মা শো’তে ফিরলেন কৃষ্ণ

‘কপিল শর্মা শো’তে ফিরলেন কৃষ্ণ

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় বিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা’ শো। গত সিজনে ‘স্বপ্না’ চরিত্রে দর্শকদের প্রচুর হাসিয়েছেন কৌতুক অভিনেতা কৃষ্ণ অভিষেক। নতুন সিজনে তার অনুপস্থিতি টের পাচ্ছিল শো কর্তৃপক্ষ। তাই তো পারিশ্রমিক নিয়ে সৃষ্ট ঝামেলা মিটিয়ে ফেরালেন-ফিরলেন কৃষ্ণ।

জানা গেছে, প্রতিটি এপিসোডের জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ থেকে ১৬ লাখ টাকা) পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা। যদিও এই প্রসঙ্গে কৃষ্ণ কিছু জানাননি। তবে কমেডিয়ান কৃষ্ণের কামব্যাকে উচ্ছ্বসিত ‘দ্য কপিল শর্মা শো’-এর দর্শক।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, সব সমস্যার সমাধান হয়ে গেছে। ইতোমধ্যে শুটিংও শুরু করে দিয়েছেন তিনি। ফেরা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কৃষ্ণ বলেন, ‘হৃদয়ের তো কোনো পরিবর্তন হয়নি। চুক্তিপত্রে বদল হয়েছে।’

কমেডি শোয়ের সেটে প্রথম দিন এসেই সকলের আদর যত্নে একেবারে আপ্লুত কৃষ্ণ অভিষেক। তার কথায়, ‘কিকু আমাকে দেখেই জড়িয়ে ধরেন। অর্চনাজির সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার ফিরে আসায় উনি খুব এক্সাইটেড। কপিলও ভীষণ খুশি।’

কৃষ্ণ আরও যোগ করেন, ‘পুরোনো সব সমস্যা মিটে গেছে। শো আর চ্যানেল দুটোই আমার পরিবারের মতো। তাই এখানে ফিরে আসতে পেরে আমি নিজেও গর্বিত ও উচ্ছ্বসিত।’

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই সনি টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে ‘দ্য কপিল শর্মা শো’। এতে অতিথিদের সঙ্গে গল্প-আড্ডার ছলে শান্তিবান সোসাইটিতে বসবাসরত মানুষের গল্প উঠে আসে। কপিল শর্মার সঞ্চালনায় শোটিতে বিভিন্ন চরিত্রে দেখা যায় কিকু সারদা, সুমনা চক্রবর্তী, গৌরব দুবে, ইশতিয়াক খান, কেতান সিং, সিদ্ধার্থ সাগর, বিকল্প মেহতা ও রেহমান খানসহ আরও অনেককে। এতে অতিথি বিচারক হিসেবে হাজির থাকেন অভিনেত্রী অর্চনা পুরান সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments