Friday, March 31, 2023
Homeখেলাধুলাকম টাকায় সাকিবকে পেতে অপেক্ষায় ছিল কলকাতা

কম টাকায় সাকিবকে পেতে অপেক্ষায় ছিল কলকাতা

সাকিব আল হাসান অনেকটা কলকাতা নাইট রাইডার্সের ঘরেরই ছেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই তিনি খেলেছেন এই দলে। ফের শাহরুখ খানের দলে বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এক আসর পর আবারো ঘরের ছেলেকে নিজেদের ঘরে ফেরাল কলকাতা ম্যানেজমেন্ট। তাকে দলে যুক্ত পেরে দারুণ উচ্ছ্বসিত দলটির কর্তারা। অনেকটা কম টাকায় তাকে পেতে যে কৌশল ছিল, সেটাতে সফল তারা।

কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টে নানা সময়ে সাকিবকে নিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে মন্তব্য করতে দেখা যায়। সবশেষ এবার দলটির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর উচ্ছ্বাস প্রকাশ করলেন।

মাইশোর বললেন, ‘সাকিব সবসময়ই নাইট রাইডার্সের পরিবারের অংশ ছিল। ২০১১ সালে আমি যখন প্রথম অকশন করি তখন তাকে দলে নেওয়ার সুযোগ হয়েছিল। সে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। আমরা যখন ২০২১ মৌসুমে ফাইনালে গিয়েছিলাম, তখনও ঐ স্কোয়াডের সদস্য ছিল।’

মাইশোর আরও যোগ করেন, ‘ও আমাদের জন্য কিছুটা সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে বলা যায়। সাকিব খুবই পেশাদার। সে সব সময়ই পারফর্ম করেছে। আমরা তাকে শেষদিকে নিতে পেরে আনন্দিত।’

নিলামের শুরুতে সাকিবকে দলে ডাকেনি কলকাতা। একদম শেষ মুহূর্তের ডাকে শাহরুখের দলে ভিড়িয়েছেন সাকিব। তবে প্রথমে দলে না ডাকার কারণ জানিয়ে মাইশোর বললেন, ‘আমরা জানতাম না আমাদের পর্যাপ্ত টাকা ছিল কি না। যে কারণে তাকে পেতে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে সাকিবকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত আমরা।’

সাকিবকে ফ্লোর প্রাইস দেড় কোটি রুপিতে পেয়েছে কলকাতা। কম টাকায় তাকে পেতেই শেষ অব্দি অপেক্ষা করেছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments