Thursday, September 28, 2023
Homeআইটিকরবে কাজ এআই! নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করলো আইবিএম

করবে কাজ এআই! নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করলো আইবিএম

মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তির জন্যই কর্মহারা হচ্ছেন বহু মানুষ। এবার এই পথে হাঁটল আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস)।

সম্প্রতি কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিল আইবিএম। তবে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলো প্রতিষ্ঠানটি। আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৭ হাজার ৮০০ পদে চাকরি করবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সই! 

আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণ জানান, ব্যাক অফিসে যে কর্মী নিয়োগের কথা ছিল, তা আপাতত করা হচ্ছে না। যে ৩০ শতাংশ কর্মীকে সরাসরি ক্লায়েন্টদের মুখোমুখি হতে হয় না, আগামী পাঁচ বছরে তাদের পরিবর্তে জায়গা করে নেবে এআই।

গত বছর নভেম্বরে উন্মুক্ত হয় চ্যাট জিপিটি। এরপর থেকেই চাহিদা এবং প্রয়োগ বেড়েছে এআই-এর। ইতোমধ্যেই একাধিক টেক জায়ান্ট খরচ কমাতে গণছাঁটাইয়ের পথে নেমেছে।

মাইক্রোসফট, মেটা, আলফাবেট, আমাজন-সহ বহুজাতিক সংস্থগেুলোর কর্মীরা দফায় দফায় চাকরি হারিয়েছেন। কীভাবে এআই-কে বিকল্প হিসেবে আরও বেশি করে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments