আ.জা. ডেক্স:
করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয় গত ১ নভেম্বর। এদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত মঙ্গলবার পর্যন্ত স্কুলশিক্ষার্থী টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ২৭২ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা ৫ লাখ ৯ হাজার ২১২ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক হাজার ৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের ৬৯ হাজার ৯২৩ জন ও দ্বিতীয় ডোজের ৮২৭ জনসহ মোট ৭০ হাজার ৭৫০ জন টিকা নিয়েছে। প্রথম ডোজের টিকাগ্রহীতা ৬৯ হাজার ৯২৩ জনের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৬২৭ জন ও নারী ৩৪ হাজার ২৯৬ জন। আর দ্বিতীয় ডোজের ৮২৭ জনের মধ্যে পুরুষ ৫২৪ জন ও নারী ৩০৩ জন।