ওসমান হারুনী:
জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা জামালপুরের ইসলামপুর যমুনার তীরবর্তী ৬শতাধিক করোনায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
গত শনিবার দিন ব্যাপী এমপি হোসনে আরা নিজে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী, বেলগাছা, চিনাডুলী ও কুলকান্দি করোনায় কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, মিল্কভিটা দুধসহ এই ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় এমপি হোসনে আরা বলেন,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমপি বানিয়েছেন মানুষের সেবায় কাজ করার জন্য; তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩শত ও আমার নিজের উদ্যোগে ৩শতসহ ৬শত খাদ্য প্যাকেট নিয়ে করোনা দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের খুঁজ নিতে এসেছি। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।