হাফিজুর রহমান:
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এসব মাস্ক বিতরণ করেন জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক ।
জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক বলেন, আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর প্রধান হাতিয়ার হচ্ছে মাস্ক। এখন আমরা করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ অতিক্রম করছি। তাই যাতে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হই সেজন্য আমাদের মাস্ক পরতে হবে। সুস্থ থাকতে মাস্ককে আমাদের ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। তাই অবহেলা না করে সুস্থ থাকতে সকলকে মাস্ক পরার আহবান জানান। তিনি বলেন, মাস্ক ছাড়া কেউ বাহির হবেন না, মাস্ক ছাড়া কোন সরকারি দপ্তরে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কোন সার্ভিস দেয়া যাবে না, “নো মাস্ক, নো সার্ভিস”। মাস্ক পরিধানে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কারো যদি মাস্ক প্রয়োজন হয় তবে আমাদের হটলাইন নম্বরে ফোন করবেন, প্রয়োজনে আমরা বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করবো।
মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তারা ফৌজদারী মোড় এলাকায় বিপণিবিতানগুলোতে গিয়ে জনসাধারণকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং কয়েকজনকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, ডিডিএলজি মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, এনডিসি মোঃ ইবনুল আবেদীন, সহকারী কমিশনার মোঃ আরিফুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।