Thursday, June 8, 2023
Homeদেশজুড়েজেলার খবরকর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় নবনির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও জামিউল হিকমা এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানায়, সম্প্রতি ফিশারিঘাট এলাকায় নদীর তীর দখল করে বেশ কয়েকটি কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। এরপর আটটি পাকা স্থাপনা এবং দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়। এসময় নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এটি জনগণের সম্পত্তি। পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments