আ.জা. স্পোর্টস:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরও একটি জয়হীন নিউজিল্যান্ড সফর শেষ হলো গতকাল। এমন এক সফর শেষে দলের অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটারদের বলার মতো তেমন কিছুই থাকে না। তবুও দায়িত্ব যখন মাথার উপর দন্ডায়মান তখন কিছু না বলে উপায় নেই। শেষ ম্যাচে দলের পার্ফরম্যান্সে কোনো কীর্তি খুঁজে পেলেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, কেউ খন ৭৬ রানে অলআউট হয়, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। জাতীয় দল এই সিরিজে ভালো খেলা দেখাতে পারেনি। দল নিউজিল্যান্ডে আগে এসেছে। কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু মাঠে সেটি দেখাতে পারেনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডের উপহার দেওয়া এই দুঃস্মৃতি ভুলে যেতে চান রিয়াদ। অর্জনের খাতা শূন্য হলেও প্রত্যাশার তো কমতি ছিল না। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মিল না থাকায় হতাশায় খানিকটা মুষড়েই পড়েছেন এই সিনিয়র ক্রিকেটার। দিনশেষে স্বীকারোক্তি তাই- বাংলাদেশ করার মত কিছুই করতে পারেনি।