Wednesday, June 26, 2024
Homeদেশজুড়েকাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে কাউনিয়া স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক।

তিনি জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

অন্যদিকে রংপুর রেলওয়ে স্টেশন সুপার শংকর গাঙ্গুলী জানান, দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন লাইনচ্যুত ট্রেনটি লাইনে নেওয়া সম্ভব হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এএএ

Most Popular

Recent Comments