আলাওলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজের প্রথম জানাজা শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন, খালেদ সিকদার, শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মোঃ বাচ্চু বেপারী, ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক সহ -সভাপতি সৈয়দ বোরহান উদ্দিন, আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক আফজালুর রহমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম বিপ্লব, সাবেক ছা্ত্রনেতা মেহেদী হাসান রবিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিজ বাড়ি শরীয়তপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে আলাওলপুর ইউনিয়ন শোকের ছায়া নেমে এসেছে।