Friday, April 23, 2021
Home খেলাধুলা কাতারে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

কাতারে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

আ.জা. স্পোর্টস:

শেষ তিনটি হোম ম্যাচ নিজেদের মাঠে খেলা হচ্ছে না বাংলাদেশের। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো কাতারে অনুষ্ঠিত হবে। এএফসি শুক্রবার তাদের ওয়েবসাইটে জানায়, ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে বাছাইয়ের এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। এএফসির এই সিদ্ধান্ত অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে হোম ম্যাচ খেলার আশা তো বটেই, ওমান ও ভারতের বিপক্ষের হোম ম্যাচ খেলার আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। আগের সূচি অনুযায়ী আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ ছিল বাংলাদেশের। নতুন সূচি অনুযায়ী ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ বদলায়নি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ৩ জুন। অনিশ্চয়তার শুরুটা হয়েছিল আফগানিস্তান ম্যাচ থেকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশটি বাংলাদেশে আসতে রাজি ছিল না। বিষয়টি নিয়ে দেন-দরবারও চলছিল অনেক দিন ধরে। বাংলাদেশ অবশ্য নিজেদের মাঠে খেলার ব্যাপারে অনড় অবস্থানে ছিল। কিন্তু তাতে কাজ হলো না। পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপে তলানিতে আছে বাংলাদেশ। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল জেমি ডের দল। বাছাইয়ের বাকি সাত গ্রুপের ম্যাচের নিরপেক্ষ ভেন্যুও দিয়েছে এএফসি। ‘এ’ গ্রুপের বাকি ম্যাচগুলো চীনে, ‘বি’ গ্রুপের ম্যাচ কুয়েতে, ‘সি’ গ্রুপের খেলা বাহরাইনে হবে। সৌদি আরব ‘ডি’ গ্রুপ, জাপান ‘এফ’ গ্রুপ, সংযুক্ত আরব আমিরাত ‘জি’ এবং দক্ষিণ কোরিয়া ‘এইচ’ গ্রুপের বাকি ম্যাচগুলো আয়োজন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

বোরো ধানের ফলনে সন্তুষ্ট চাষি : লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, বলছেন কৃষি অফিস

মোহাম্মদ আলী: বোরো মৌসুমে ধান কাটতে শুরু করেছেন জামালপুরের কৃষকরা। মৌসুম শেষে বিঘা প্রতি তারা যে ফলন পেয়েছেন তাতে...

রৌমারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

রৌমারী সংবাদদাতা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বালু ব্যবসায়ী চক্র ব্রহ্মপুত্র নদ-নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনে মরিয়া হয়েছে...

শেরপুরে নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে মারধর করার প্রতিবাদে ১ঘন্টা রাস্তা অবরোধ, আটক-১

নাজমুল হোসাইন: শেরপুরে জেলা সদর হাসপাতালে কর্মরত এক নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে উত্যক্তের প্রতিবাদ করায় আরেক ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে...

সাড়ে ১০ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

আ.জা. ডেক্স: এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে ১০ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে...

Recent Comments