Wednesday, June 29, 2022
Homeখেলাধুলাকাতারে ‘নেগেটিভ’ বাংলাদেশ দলের সবাই

কাতারে ‘নেগেটিভ’ বাংলাদেশ দলের সবাই

আ.জা. স্পোর্টস:

কাতার পৌঁছে বিমানবন্দরেই কোভিড-১৯ টেস্টের নমুনা দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবাই। স্বস্তির খবরই এসেছে। দলের সবার রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’। অর্থাৎ শনিবার থেকেই মাঠের অনুশীলনে নামতে পারছে জেমি ডের দল। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী, কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার দেশটিতে পৌঁছায় দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার জানায় সবার নেগেটিভ রিপোর্ট আসার কথা। টিম ম্যানেজার ইকবাল হোসেনও জানিয়েছেন মাঠের প্রস্তুতি শুরুর কথা। “কাতারে পৌঁছে আমরা কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলাম। শনিবার রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ। শনিবার বিকাল থেকে আমরা মাঠের অনুশীলন শুরু করব।” বাছাইয়ের ‘ই’ গ্রæপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments