Sunday, June 11, 2023
Homeখেলাধুলা‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’

‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ রোববার রাতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান, নাকি ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপা অর্জন? কয়েক দিন ধরেই এ নিয়ে আলোচনা-যুক্তি, পাল্টাযুক্তি চলছে সর্বত্র। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়েছে।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজশাহীতে দিনভর চলছে নানা আয়োজন। থাকবে সমর্থকদের ডিজে পার্টির পাশাপাশি ভূরিভোজও। তবে তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা করলেন শুভকামনা ও আনন্দমিছিল। মিছিলে খাসির গায়ে আর্জেন্টিনার পতাকা পরিয়ে সমর্থকেরা স্লোগান দিলেন, ‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’, ‘আমাদের হাতে খাসি, কাপ নেবে মেসি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে আজ রোববার দুপুরে শুভকামনা ও আনন্দমিছিল করা হয়। দুপুর ১২টার দিকে আর্জেন্টিনা সমর্থকেরা হাজির হন ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে। সেখানে আনা হয় একটি খাসি। সেই খাসির গলা ও মাথায় ফুল পরানো হয়। পরিয়ে দেওয়া হয় আর্জেন্টিনার পতাকা। খাসিটিকে সামনে রেখে সমর্থকেরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন টুকিটাকি চত্বর। এরপর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবন, প্যারিস রোড, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তা হয়ে পুনরায় টুকিটাকি চত্বরে এসে মিছিল শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments